জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : বুধবার বাগ্রাকোট চা-বাগানের টপ লাইন শ্রমিক বস্তিতে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির। অখিল ভারতীয় নেওয়ার সংগঠনের বাগ্রাকোট শাখার উদ্যোগে অগ্রসেন ভবনে বিনামুল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। শিলিগুড়ির অল আমিন সেবা সমিতি এই সহযোগিতা করে।
চক্ষু পরীক্ষা শিবির আরম্ভ হওয়ার আগে সামাজিক প্রথা মেনে চক্ষু বিশেষজ্ঞ টিমকে খাদা পড়িয়ে স্বাগত জানায় বাগরাকোটের নেওয়ার সমাজের মানুষ। কলকাতা থেকে আগত চিকিৎসক সৌরভ মন্ডল সব রোগীদের বিশেষ ভাবে পরীক্ষা করেন। এই শিবিরে ৪০ জনকে নিঃশুল্ক চশমা দেওয়া হয়। তাছাড়া যারা এসেছেন তাদেরও চক্ষু পরীক্ষা করা হয়। শিবিরে নেওয়ার সংগঠনের সদস্য বিনোদ প্রধান, সন্দীপ প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।