জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : প্রায় ১ঘন্টা ধরে বন্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক। বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ কালিম্পং জেলার মংপং পুলিশ ফাড়ি থেকে কিছুটা দূরে রুংডুং কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে হুড়মুড়িয়ে পরলো বিরাট একটি গাছ। এর ফলেই বন্ধ হয়ে যায় এই রাস্তা। যার ফলে দীর্ঘক্ষন ধরে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। রাস্তা দুধারে অজশ্র গাড়ি দাঁড়িয়ে পড়ে।
মংপং বন দপ্তরের কর্মিরা গাছ কেটে রাস্তা পরিস্কার করার চেষ্টা চালাচ্ছেন। সহযোগিতা করছে মংপং পুলিশ এবং রুংডুং বস্তির যুবকেরা। মংপং বন দপ্তরের বিট অফিসার কিষান ছেত্রী বলেন, সাইক্লোনে ড্যামেজ হয়েছিলো এই গাছটি। বুধবার রাতে হঠাৎ ৩১ নম্বর জাতীয় সড়ক এর ওপর ভেঙ্গে পরে। খবর পেয়ে আমরা তড়িঘড়ি গাছ কেটে জেসিপি দিয়ে রাস্তা পরিস্কার করে দেই। সাড়ে আট টা নাগাদ আবার গাড়ি চলাচল শুরু হয়। এই গাছ পড়ে বিদ্দুৎ পরিসেবাও বিচ্ছিন্ন হয় এলাকায়। সবার সহযোগিতায় দ্রুত রাস্তা ক্লিয়ার সম্ভব হয়।