জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : বন্যপ্রাণীর দেহাংশ পাচারের আগে এক পাচারকারীকে গ্রেপ্তার করল বন্যপ্রাণী বিভাগের কর্মীরা। ধৃতের নাম অমর চন্দ্র ওড়াও। বাড়ি মেটেলি চা বাগানের ফ্যাক্টরি লাইনে। বুধবার ধৃতকে জলপাইগুড়ি জিসিএম কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিল বনদফতর। জানা গিয়েছে, বন দফতরের আধিকারিকরা গোপন সুত্রে খবর পায় বন্যপ্রাণীর দেহাংশ পাচার করা হচ্ছে। এরপরেই পাচারকারীদের ধরতে উদ্যোগী হয় তারা। খবর পেয়েই মালবাজার চালসায় হানা দেয় বনবিভাগ। সেখানে এক ব্যক্তিকে আটক করে বনবিভাগ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি চিতাবাঘের চামড়া। ওই চিতামাঘের চামড়াটি প্রায় ৩.৭৫ মিটার লম্বা রয়েছে বলে জানায় জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী।
তিনি বলেন, আমরা ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে তুলে দশ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে আরও কে কে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা খতিয়ে দেখছি লেপার্ডটিকে কীভাবে মারা হয়েছে। ফরেনসিকে পরীক্ষার পাঠানো হচ্ছে। এদিন জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারী আইনজীবী মৃন্ময় বন্দোপাধ্যায় জানান, বনবিভাগ ধৃত অমরকে রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য।