জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : বন্য প্রানী ও মানুষের মধ্যে সংঘাত বন্ধ করতে মঙলবার বিকেলে মাল ব্লকের গুরজাংঝোড়া চা বাগানে এক শিবিরের আয়োজন করে মালবাজার বন দপ্তর। বাগানের নেপালী লাইনে আই সি ডি এস ময়দানের সামনে বাগানের ৪৫/৪৬ সেকশনে এই শিবির হয়। মানুষ ও বন্য প্রানী সংঘাত বন্ধ করার জন্য মাল বন্য প্রানী ২ বিভাগ এই আলোচনার ব্যবস্থা করেন। কয়েকদিন যাবৎ চা-বাগান এলাকায় চিতাবাঘের আক্রমনের সংখ্যা বেড়েছে।
এই শিবিরে শেখানো হয় কিভাবে বাঘের হামলার থেকে নিজেকে বাঁচাতে হবে। বলা হয় জঙল ও চা-বাগান এলাকায় একা যাতাযাত করা উচিত নয়। চা-বাগানে চা পাতা তোলার আগে জোরে জোরে তালি বাজান, নিজেদের মধ্যে কথাবার্তা দরকার। অথবা পটাকা ফাঠানো দরকার। যাতে চিতাবাঘ অন্য জায়গায় চলে যায়। আমাদের বন্য প্রানীর সাথে দূরত্ব বজায় রেখে জীবন যাপন করতে হবে। যতদিন জীব জন্তুর অস্তিত্ব থাকবে, ততদিন এই পৃথিবীতে মানুষ জীবিত থাকবে। তা ছাড়া জঙলের সংরক্ষন করা অত্যন্ত জরুরী। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মাল বন্য প্রানী ২ রেঞ্জার দীপেন সুব্বা, বিট অফিসার পঞ্চুক শেরপা, স্পোরের সচিব শ্যামা প্রসাদ পান্ডে, ন্যাসের কো অর্ডিনেটার নফসার আলি, কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ন ও সোসাল ওয়ার্কার রাশেল সরকার।