জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় নিখোজ হয় এক রোগী। নিখোজ রোগীর নাম দিলীপ মিঞ্জ (৪৮), পেশায় চা শ্রমিক, বাড়ি মাল ব্লকের ডামডিম চা-বাগান এলাকায়। জানা গেছে, এই দিলীপ মিঞ্জ কিছু দিন যাবৎ অসুস্থ ছিল। এরপর বাড়ির লোক তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে দু’দিন চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গত ১২ ফেব্রুয়ারি ভর্তি করা হয়। অথচ ১৩ তারিখ মেডিকেল থেকেই নিখোঁজ হয়ে যায় ওই ব্যাক্তি। এরপর বহু খোজাখুজি করেও কোন খোজ পাওয়া যায়নি দিলীপ মিঞ্জের।
দিলীপ মিঞ্জ এর স্ত্রী লালমুনি মিঞ্জ এবং মাল ব্লকের বিজেপির মহিলা সভাপতি আলো পাল বলেন, এটা কি করে সম্ভব। হাসপাতালের বেড থেকে নিখোজ হয়ে গেলো রুগী। যেখানে রোগীর রক্তের প্রযোজন। হাটাচলা ঠিক করে করতে পারে না। সেখানে নিমিষের মধ্যেই রোগীর খোজ মিলছে না। আরো জানা গেছে ওই ব্যাক্তিকে দেখভালের জন্য এক যুবক সবসময় থাকতো কিন্তু গত ১৩ তারিখ ওই যুবক ২০ মিনিটের জন্য রক্তের খোজে বাইরে বের হয়। তারপর ওই যুবক গিয়ে দেখে বেডে দিলীপ মিঞ্জ নেই। এব্যাপারে হাসপাতাল কতৃপক্ষকেও জানানো হয় কিন্তু এখনো পর্যন্ত কোন খোজ পাওয়া যায় নি দিলীপ মিঞ্জের। গত মঙ্গলবার ডামডিম এলাকার লোকজন এবং এলাকার বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কতৃপক্ষের সাথে কথা বলেন। এব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ জানান তারা। অবিলম্বে নিখোজ রোগীর সন্ধান করতে অনুরোধ জানিয়েছেন তারা।