জলপাইগুড়ি : ধুপগুড়ি : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : ধূপগুড়ি সুপার মার্কেট উত্তরবঙ্গের বৃহত্তম মার্কেট। মার্কেটে প্রতিদিন চাষীরা তাদের শাকসবজি বিক্রি করতে এখানে আসেন। কিন্তু মঙ্গলবার হাটের দিনে লংকা বিক্রিকে কেন্দ্র করে ঝামেলা বেধে যায় চাষী ও ব্যবসায়ীদের মধ্যে। চাষীদের দাবী একই ধরনের লংকা কিনতে আগ্ৰহী নয় ব্যবসায়ীরা। উল্টোপাশে ব্যবসায়ীদের দাবী এই ভাবে চাষীদের দাবী অনুযায়ী লংকা কিনলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে মার্কেটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক মিতালি রায়। এরপর লংকা বাজারে এসে চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানে উদ্যোগ নেন বিধায়ক।
ব্যবসায়ী মহাবুল আলম জানান, একই ধরনের লংকা কিনলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে। তাই তারা সবধরনের লংকা কিনতে চায়নি। কিন্তু চাষীদের মতের সঙ্গে তাদের মত মিলছে না, এই নিয়ে সমস্যা হয়। চাষীরা ব্যবসায়ীদের কেনা লংকা ফেলে দিতে চায়। সেই সময় বিধায়ক মিতালি রায় এসে সমস্যার সমাধান করেন। না হলে হয়তো বড়ো ঝামেলা হয়ে যেত।
বিধায়ক মিতালি রায় জানান, সকালেই ফোন পেয়ে মার্কেটে যাই। লংকা কেনাবেচা নিয়ে চাষীদের সাথে ব্যবসায়ীদের সমস্যা ছিল। এরপর উভয়ের সাথে কথা বলে সমস্যা মিটানো হয়েছে।