মালদা : ২৬শে ফেব্রুয়ারী ২০২১ : শুক্রবার : গরম জল পড়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম আব্দুর রাজ্জাক বয়স (৬)। বাড়ি কালিয়াচকের মহেশপুর এলাকায়। পরিবারে রয়েছে বাবা হুমায়ুন শেখ, মা কাতিজা বিবি। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকাল বেলায় মা খাদিজা বিবি রান্না করছিলেন। এরপর মা জল আনার জন্য রান্নাঘর থেকে বাহিরে যায় কিছুক্ষণের জন্য। খেলতে খেলতে আব্দুর রাজ্জাক সে রান্নার কাছে পৌঁছায়। এরপর উনুনে থাকা গরম জল সে ধরতে যায়। সেই সময়ই তার গায়ের সমস্ত গরম জল পড়ে যায়। শিশুটির চিৎকার শুনে ছুটে আসে পরিবারের সদস্যরা।
শিশুটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় কালিয়াচক গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য নেওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোর রাতে ওই শিশুর মৃত্যু হয়। তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।