মালদা : ৯ই মার্চ ২০২১ : মঙ্গলবার : প্রার্থী ঘোষনার পরেই মালদহের মালতিপুর বিধানসভায় শুরু হল ভোট প্রচারে তৃণমূলের নানান কর্মসূচী। আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মালতিপুর এ তৃণমূল শাখা সংগঠনগুলির তৎপরতা তুঙ্গে। এইদিন মালতিপুর বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালতিপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি কর্মীসভা করা হয়।
কর্মীসভার পর প্রার্থীকে নিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন চাঁচল ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এদিন মালতিপুর বিধানসভার জালালপুর এর রাস্তার ধারে ধারে শুরু হলো দেওয়াল লিখন কর্মসূচী। একাধিক দেওয়ালে জোড়া ফুল প্রতীক চিহ্ন নিজের নাম লিখলেন মালতিপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী আব্দুর রহিম বক্সি। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। জনসংযোগ বাড়াতে কখনও চায়ের দোকান আবার কখনো রাস্তার ধারে গল্প জুড়ে বসলেন মালতিপুর বিধানসভার প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিন ভোট প্রচারে মালতিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন মালতিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান। ভোট প্রচারকে হাতিয়ার করে গোটা এলাকা চষে বেড়ান তারা। এলাকার একাধিক দেওয়ালে নজরে আসে জোড়া ফুল চিহ্ন দিয়ে প্রার্থীর নাম। ঠিক এমনিভাবে আজ থেকে শুরু হল মালতিপুর বিধানসভার নির্বাচনী প্রচার।