জলপাইগুড়ি : মালবাজার : ১৮ই মার্চ ২০২১ : বৃহস্পতিবার : দুদিন আগে মালবাজার ব্লকের গাজোলডোবা জঙ্গল এলাকায় রাজ্য সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় অঞ্জলি চক্রবর্তী নামে এক মহিলার। ওই মহিলার বাড়ি ওদলাবাড়ি চেল কলোনী এলাকায়। মৃত মহিলার স্বামী অজয় চক্রবর্তী ভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তবে বর্তমানে মৃত মহিলার বাড়িতে তিনটি ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। কি ভাবে চলবে তাদের সংসার এবং তাদের লালন-পালন। ইতি মধ্যে মহিলার স্বামী বাড়িতে এসেছেন। কিন্তু এই ছোট ছোট তিন জন ছেলে -মেয়ে কে দেখাশুনা, লালন-পালন করবে কে।
গরীব এই পরিবারের পাশে দাড়ালেন মাল ব্লক হাসপাতালের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা এবং ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য স্বাস্থ্য কর্মিরা। বৃহস্পতিবার দুপুরে এই পরিবারে বাড়ি গিয়ে কিছু খাবার সামগ্রী এবং নগদ কিছু টাকা দেন স্বাস্থ্য আধিকারিক এবং কর্মিরা। বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা বলেন, যখন কোন অসুবিধা হবে আমাদের জানাবেন আমরা সাহায্য করবো। মৃতার স্বামী অজয় চক্রবর্তী বলেন, এখন এই ছেলে মেয়েদের কে দেখবে, তা বুঝেই পাচ্ছিনা। আমার স্ত্রীর সব কিছু করতো। সব শেষ হয়ে গেলো। স্বাস্থ্য কর্মিরা এবং পাড়া-প্রতিবেশি খুব সাহায্য করছে আমাদের।