31.2 C
New York
Wednesday, July 9, 2025

Buy now

spot_img

ময়নাগুড়ি বিধানসভা নির্বাচনে জোট সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী নরেশ চন্দ্র রায়।

জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৮ই মার্চ ২০২১ : বৃহস্পতিবার : ভোটের দামামা বেজে উঠেছে গোটা রাজ্যে। শুরু হয়ে গিয়েছে নির্বাচনী গতিবিধি। আর এই কারণে একুশের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। সেই অনুযায়ী ময়নাগুড়িতে জোট সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয় চূড়াভান্ডার এলাকার নরেশ চন্দ্র রায়ের। তিনি বাম জামানায় দীর্ঘ চার বছর ওই এলাকার পঞ্চায়েত সদস্য ও প্রধান ছিলেন। দীর্ঘদিন রাজনৈতিক ভাবে দক্ষ এবং অভিজ্ঞ আরেসপিএর এই নেতাকে এই বার ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী করেন ফ্রন্ট। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি। যেহেতু এবছর একুশের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী নিয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন রাজনৈতিক দলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সেই জায়গায় ব্যতিক্রম জোট সংযুক্ত সমর্থিত বামফ্রন্ট আরএসপি।

ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গারহাট এলাকার বাসিন্দা নরেশ চন্দ্র রায়। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে প্রবেশ। বিভিন্ন সময় ব্লকে কিংবা জেলা স্তরের দায়িত্ব সামলিয়েছেন তিনি। এরপর নির্বাচনে তৎকালীন বাম জামানায় পঞ্চায়েত সদস্য হয়েছেন পরপর চার বার। এমনকি  অঞ্চল প্রধানও হন তিনি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে আবারও প্রার্থী। তবে এবার পঞ্চায়েত কিংবা প্রধানের জন্য নয়, টার্গেট বিধানসভা। আর এই কারনে কোমর বেঁধেই ময়দানে নেমেছেন নরেশ বাবু।  ঠিক একই বুথের দুই বিরোধী দলের প্রার্থী ঘোষণা হয়েছে। তবে এবছর লড়াই অনেকটাই কঠিন হবে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভাঙ্গারহাট এলাকার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মনোজ রায়। ফলে লড়াইটা যেন বুথ থেকেই শুরু হচ্ছে বলে অনুমান। তবে আরএসপি প্রার্থী নরেশ বাবু অনেকটাই আশাবাদী। তিনি বলেন, আমি ১০০ শতাংশ আশাবাদী। আমাদের লড়াই কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যে ভাবে সাধারণ মানুষের সাথে বঞ্চনা করা হচ্ছে তার বিপক্ষে আমরা। আজকে সাধারণ মানুষ তথা কৃষকদের উপর অত্যাচার হচ্ছে শোষণ হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নির্বাচন। এছাড়াও আমাদের গ্রামাঞ্চলগুলির সার্বিক উন্নয়ন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!