জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৭শে মার্চ ২০২১ : শনিবার : ময়নাগুড়ি নতুন বাজারে ১৬ ময়নাগুড়ি ( এস সি) বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী মনোজ রায় সমর্থনে খাগড়াবাড়ি এক অঞ্চল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় নির্বাচনী পথ সভা করা হয়।
এদিন এই পথ সভায় এই পথসভায় প্রায় ১০০ জনের মত বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দেবেন বলে মনোজ বাবু জানান। এদিনের নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন খাগড়াবাড়ি এক অঞ্চল প্রধান সীমা রায় জলপাইগুড়ি জেলা পরিষদের মেম্বার গোবিন্দ রায় নেতা কুমুদ রায় , ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস নেতা, বিশ্বজিত সেন, মিঠুন চক্রবর্তী সহ অন্যান্যরা এ দিনেরএদিনের নির্বাচনী পথসভায় বর্তমান কেন্দ্র সরকার তথা, বিজিপির কার্যকলাপ তুলে ধরেন এই নির্বাচনী পথসভায়। পথসভা অনুষ্ঠানে পরে উপস্থিত হয় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কিষাণ কুমার কল্যাণী জেলা যুব নেতা সৈকত চ্যাটার্জী সহ অন্যান্যরা।