জলপাইগুড়ি : ধূপগুড়ি : ২৭শে মার্চ ২০২১ : শনিবার : ভোর থেকেই ভোট প্রচারে ব্যস্ত সংযুক্ত মোর্চার প্রার্থী। একদিকে রাজ্যে যখন প্রথম দফার ভোট শুরু হয়েছে তখন অন্যদিকে জোর কদমে চলছে ভোট প্রচার। আর রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ সংযুক্ত মোর্চার প্রার্থী। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী প্রদীপ কুমার রায় ভোর পাঁচটায় ভোট প্রচারে বেড়িয়ে পড়েছেন।
শনিবার ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে কর্মী সমর্থকদের সাথে প্রচার সারলেন তিনি। শনিবার হাটবার হওয়ায় ব্যাপক ভিড়ে প্রচার চালান তিনি। প্রার্থীকে কাছে পেয়ে মার্কেটে ফসল বিক্রি করতে আসা কৃষকরাও তাদের ক্ষোভ উগরে দিলেন। সুপার মার্কেট চত্বরের সবজি বাজার, গবাদি পশুর বাজার সর্বত্র প্রচার চালান তিনি। কথা বলেন হাটে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে। সংযুক্ত মোর্চার প্রার্থী অধ্যাপক প্রদীপ কুমার রায় বলেন, মানুষের ভালো সাড়া পাচ্ছি।
ভোর থেকেই আমরা সুপার মার্কেট চত্বরে প্রচারে নেমেছি। সেখানে কৃষকরা তাদের দুঃখ দুর্দশার কথা আমাদের জানান। যেখানে ধূপগুড়ি কৃষিপ্রধান এলাকা। অথচ কৃষকেরা ফসলের পর্যাপ্ত দাম যেমন পাননা তেমন কোন সরকারি সুযোগ সুবিধা পেতে হয়রানি হতে হয়। এদিন প্রার্থীর সাথে প্রচারে ছিলেন সিপিআইএম নেতা জয়ন্ত মজুমদার, কমলেশ রায়, ডিওয়াইএফআই নেতা নির্মাল্য ভট্টাচার্য সহ অনেকে।