মালদা : ২রা এপ্রিল ২০২১ : শুক্রবার : একটি পাইপগান ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম জাহাঙ্গির আলম (৪২)। বাড়ি কালিয়াচকের মোসিমপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জালালপুরের ডাঙামোড়ে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ধৃত ব্যক্তি এলাকায় কুখ্যাত দুষ্কৃতি হিসেবে পরিচিত। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
