মালদা : ২রা এপ্রিল ২০২১ : শুক্রবার : বাড়ির শোবার ঘর থেকে ঝুলন্ত এক ব্যাংক কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার শহরের হরিতলা এলাকায়। মৃত ওই ব্যাংক কর্মীর নাম ফটিক সরকার বয়স ৫৪ বছর।
শুক্রবার সকালে তার বাড়ির শোবার ঘর থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পৌছুলে চিকিৎসকরা মৃত বলে জানায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যাংক কর্মী বেশ কিছুদিন আগে থেকেই বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আর সেই বিষয়টি পরিবারের লোকেরা জানতে পারায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং সেই থেকেই তার এই আত্মহত্যা।

