জলপাইগুড়ি : মালবাজার : ২রা এপ্রিল ২০২১ : শুক্রবার : বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত মাল ব্লকের বেদগুড়ি বেইদার লাইনে ভোট প্রচার এবং বৈঠক করলেন মালবাজার বিধান সভার বিজেপি প্রার্থী মহেশ বাগে এবং দলীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিজেপির ব্লক সভাপতি অনিল ওড়াও এবং বিজেপি নেতা মনজিৎ ওড়াও সহ অন্যান্য নেতৃত্বরা। ভোটের প্রার্থী ঘোষণার পর থেকে বিজেপি প্রার্থী মহেশ বাগে দিন রাত ভোট প্রচার করেই চলেছেন। এদিন বেদগুড়িতে ভোট প্রচার করেন। এরপর এই চা-বাগানের বেইদার লাইনে শ্রমিকদের নিয়ে একটি ছোট সভাও করেন।
সভায় তিনি বলেন, রাজ্য সরকার শ্রমিকদের শোষণ করে চলেছে। শ্রমিকদের জন্য কোন কাজ করে নি। তাই নরেন্দ্র মোদি শ্রমিকদের জন্য ১০০০ কোটি টাকা ধার্য করেছে বহু দিন আগে। ক্ষমতায় আসার পর শ্রমিকদের মজুরি ৩৫০ টাকা করা হবে। এদিন মহেশ বাগে আরও বলেন, বেদগুড়িতে এদিন বহু মানুষ বিজেপিতে যোগদান করে। তাদের হাতে আমি বিজেপির ঝান্ডা তুলে দেই। এবার ১০০ শতাংশ বিশ্বাস বিজেপি ক্ষমতায় আসবে এবং মালবাজার বিধানসভা আসনে বড় ব্যাবধানে জয়ী হবো আমি।