মালদা : ৩রা এপ্রিল ২০২১ : শনিবার : আজ আদিবাসী নৃত্য, কীর্তন ও ঢাক বাজিয়ে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সমর্থনে রোড শো করলো। বিশ্বনাথ মোর, জগদীশপুর, মহেশপুর সহ বিভিন্ন এলাকায় রোড শো করে তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে চেয়ে প্রচারে নামেন ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনিত প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, দুই দফার নির্বাচনে তৃণমূলের ভালো ফল হবে। এদিনের প্রচারে সঙ্গে ছিলেন, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূল নেত্রী সন্ধ্যা দাস সহ অন্যান্য নেতাকর্মীরা।

