মালদা : ৩রা এপ্রিল ২০২১ : শনিবার : পারিবারিক বিবাদের জেরে বাড়িতে লাগল আগুন। আর সেই আগুনে পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ সংলগ্ন সোনারপাড়া গ্রামে। মৃত বধূর নাম পলি পাল (২৬)। ঘটনার জেরে শুরু হয়েছে পুলিশি তদন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকাপয়সা নিয়ে গত মঙ্গলবার রাতে স্বামী অমিত পালের সঙ্গে বিবাদ বাধে পলিদেবীর।
অমিতবাবু পেশায় কাঠমিস্ত্রি। সংসারের খরচের জন্য তাঁর কাছে টাকা চান পলিদেবী। কিন্তু সেই সময় অমিতবাবুর কাছে টাকা না থাকায় তিনি স্ত্রীকে টাকা দিতে পারেননি। এনিয়েই শুরু হয় ঝগড়া। খানিক পর পলিদেবী ঘরে ঢুকে নিজের গায়ে আগুন লাগয়ে দেন। তাঁকে বাঁচাতে দরজা ভেঙে ঘরে ঢোকেন অমিতবাবু, তাঁর মা মালতিদেবী ও ছেলে নিরুপম। অগ্নিদ্বগ্ধ হন তাঁরাও। তাঁরাই পলিদেবীর গায়ের আগুন নেভান। রাতেই তাঁকে নিয়ে আসা হয় মালদা মেডিকেলে। গতকাল রাতে মৃত্যু হয় তার। আহতরা সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। এ বিষয়ে মৃত গৃহবধূর স্বামী অমিত পাল জানান যে আমাদের মধ্যে কোন রকম পারিবারিক বিভাগ ছিলনা। তবে মাঝেমধ্যে টাকা-পয়সা নিয়ে একটু গন্ডগোল লেগে থাকতো। তবে যেদিন গায়ে আগুন লাগালো সেই দিন কোন রকম গন্ডগোল হয়নি আমাদের মধ্যে। কি কারনে আমার স্ত্রী নিজের গায়ে আগুন লাগালো বুঝে উঠতে পারছিনা।
