মালদা : ৩রা এপ্রিল ২০২১ : শনিবার : মুখ্যমন্ত্রী নন্দী গ্রাম থেকে হারছেন শুধু ফল বেরোনোর সময়ের অপেক্ষা। মালদায় কর্মী সভা করতে এসে সং বাদিক বৈঠকে এমনই বক্তব্য রাখলেন সি,পি,এম এর রাজ্য সম্পাদক সূর্য কান্ত মিশ্র।
তিনি আরো বলেন, নন্দী গ্রামে একটা বুথে দুই ঘণ্টা ধরে বসে থেকে তিনি রাজ্যপালের কাছে সাহায্য চাইলেন। আর এই রাজ্য পালকে প্রতিদিন করা ভাষায় আক্রমণ করেন, তার কাছে সাহায্য চাইছেন। বুথ জাম্প করে ছাপ্পা ভোট হচ্ছে কিছুই করতে পারছেন না। আমাদের প্রার্থী সারা নন্দী গ্রাম ছুটে বেরিয়েছে মানুষের পাশে দারিছেন। সংযুক্ত মোর্চাই এই বার রাজ্যে ক্ষমতায় আসবে। সাংবাদিক বৈঠকের শেষে তিনি মালদা টাউন হলে কর্মী সভায় যোগ দেন।


