জলপাইগুড়ি : মালবাজার : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : আগামী ১২ এপ্রিল ওদলাবাড়ি বিধান পল্লী মাঠে জনসভা করতে আছেন অভিষেক ব্যানার্জি। তাই বুধবার মাঠের কাজ কর্ম ঘুরে দেখলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল এর যুব সভাপতি সৈকত চ্যাটার্জি, সঙ্গে ছিলেন ব্লক সভাপতি তমাল ঘোষ, তৃণমূল নেতা অমিত দে।
এদিন মাঠের কাজ কর্ম ঘুরে দেখেন তৃণমূল নেতারা। পাশাপাশি পুলিশ আধিকারিকেরাও এদিন মাঠ ঘুরে দেখেন। ইতিমধ্যে মাঠেরর চার পাশে লাইট এবং বাশ লাগানোর কাজ চলছে। সৈকত চ্যাটার্জি বলেন, মালবাজারের তৃণমূল পার্থি বুলুচিক বড়াইক এর সমর্থনে অভিষেক ব্যানার্জির এই জন সভা। মাঠের পাশেই তৈরি হচ্ছে হেলিপ্যাড। ১২ এপ্রিল সাড়ে ১২ টা নাগাদ অভিষেক ব্যানার্জির জনসভা হবে। আমাদের আশা এই সভায় প্রায় ৫০ হাজার লোক হবে। তিনি বলেন ক্রান্তিতে যোগী আদিত্যনাথ এর সভায় লোক না হওয়ায় মাঠ খালি ছিল কিন্তু অভিষেকের জনসভায় মাঠ ভরিয়ে দেবো আমরা। বিজেপিকে আর সোনার বাংলা বানাতে হবে না মমতা ব্যানার্জির হাত ধরেই সোনার বাংলা হবে। আসলে যোগী আদিত্যনাথ ভোট প্রচারের নাম করে অশান্তির পরিবেশ তৈরি করতে বাংলায় এসেছেন। ২০২১ শে তৃণমূল সরকার গঠন করবে এবং মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি।