জলপাইগুড়ি : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌজিত সিংহর সমর্থনে জলপাইগুড়ি গরাল বাড়ি গ্রামপঞ্চায়েতের কাঠের ব্রিজ কৃষি ফার্ম এলাকায় জনসভায় এলেন কেন্দ্রের শিশু ও নারী কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন তিনি তার বক্তব্যে রাজ্যসরকারের তুমুল সমালোচনা করেন।
তিনি বলেন, এই রাজ্যে সরকারি প্রকল্পর সুবিধা পেতে হলে তৃণমূল কর্মীকেও কাট মানি দিতে হয়। এই রাজ্যের মানুষ জয় শ্রী রাম বলছে। আর দিদি জয় শ্রী রাম শুনলেই ক্ষেপে যাচ্ছে। বাংলায় কেউ ঠাকুরের নাম নিতে পারবেনা। আর দিদি নন্দীগ্রামে গিয়ে চন্ডী পাঠ করছে। দিদির নন্দীগ্রামে খেলা শেষ। টি এম সি যাচ্ছে। জলপাইগুড়িতে হাইকোর্ট নির্মানের টাকা দিয়েছে প্রধানমন্ত্রী। দিদি সেই কাজ শেষ করেনি। পানীয় জলের জন্য প্রধানমন্ত্রী ৯০০ কোটি টাকা দিয়েছে। আর জলপাইগুড়ির মানুষ অপরিশোধিত জল পান করছে। আমরা উত্তরবঙ্গে রাজবংশী টুরিজম সার্কিট বানাবো। উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট বোর্ড বানাবো। চা শ্রমিকদের নুন্যতম ৩৫০/- মজুরি দেব। মন্ত্রীর বক্তব্যর শেষ পর্যায়ে এলে আচমকাই ঘটে বিদ্যুৎ বিভ্রাট। শেষে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রাজ্যসরকার ও তৃণমূল কে দুষে খালি গলায় বক্তব্য রেখে সভা শেষ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেন, এই জেলায় আদিবাসী নারী ধর্ষিতা হয়ে খুন হচ্ছে। দিদি তার বিচার করে না বলে মন্তব্য করেন তিনি। এরপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন স্মৃতি ইরানি।