জলপাইগুড়ি : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : গাড়ি চালক ও তাদের পরিবারের একাংশের বেশ কিছু তৃণমূল সমর্থিত ব্যক্তি বিজেপি দলে যোগ দিলেন বলে দাবি জেলা বিজেপি নেতৃদের। জলপাইগুড়ির ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয়ে এক দলীয় কর্মসূচির মধ্য দিয়ে দলে আসা নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সদর বিধানসভার বিজেপি আহ্বায়ক ধীরাজ মোহন ঘোষ, বিজেপি নেতা বুবাই কর, টিনা গাঙ্গুলী, জিবেশ দাস প্রমূখ। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজে সামিল হতেই বিজেপি দলে যোগদান বলে দাবি সদ্য দলে আসা কর্মীদের। অন্যদিকে তৃণমুলের দাবী, তাঁদের দলের কেউ বিজেপিতে যায়নি।