জলপাইগুড়ি : ধুপগুড়ি : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : ধূপগুড়িতে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায়ের সমর্থনে পথে নামল বিজেপির সংখ্যালঘু মোর্চা। বুধবার ধূপগুড়ির একটি বৈঠক করে বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্যরা। বৈঠক শেষে তারা ধূপগুড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায়ের সমর্থনে দিকে দিকে প্রচার চালাবেন বলে জানান। উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রহিদুল আলম, বিহারের এমএলএ আলঝক রাজা সহ বিজেপির চার মন্ডলের সভাপতি।
সংখ্যালঘু মোর্চার দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরসুরি দিয়ে বিজেপির মিথ্যা দুর্নাম রটাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃনমূল কংগ্রেসের এই মিথ্যা উস্কানির জবাব দেবে। এই নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি রহিদুল আলম দাবী করেন, আমরা যে দিকেই যাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকেই সমর্থন করছে। জলপাইগুড়ি জেলায় ১০ হাজারের উপর সংখ্যালঘু মোর্চার সদস্য বিজেপির হয়ে প্রচার করছে।