জলপাইগুড়ি : মালবাজার : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : অবশেষে ওদলাবাড়ি শান্তি কলোনী এলাকায় ভোটের প্রচার শুরু করলেন তৃনমুল কংগ্রেস প্রার্থী বুলুচিক বড়াইক। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শান্তি কলোনীর মাঠে কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠক করেন বুলুচিক বড়াইক। সঙ্গে ছিলেন মালবাজারের তৃনমুল এর সভাপতি তমাল ঘোষ। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার জন্য প্রচার বা মিটিং করতে পারে নি প্রার্থী। বর্তমানে কিছুটা সুস্থ্য হওয়ায় মঙ্গলবার বিকেলে ওদলাবাড়ি তে প্রথম প্রচারে বের হন। তবে এদিন এলাকায় না ঘুরে বৈঠক এর মধ্যে দিয়ে প্রচার শুরু করেন তিনি।
তিনি জানান, জলপাইগুড়ি জেলায় ১৭ তারিখ ভোট। এর মধ্যে বড় বড় তৃনমুল নেতাদের সভা হবে মাল ব্লকে। পাশাপাশি প্রচারেও জোর দিতে হবে। গত বিধান সভার মত এবারো যাতে বেশি ব্যাবধানে জয়ী হই, তার জন্য প্রচার শুরু করতে হবে এবং রাজ্য সরকারে উন্নয়ন মুলক কাজ কর্ম মানুষের কাছে তুলে ধরতে হবে।