জলপাইগুড়ি : মালবাজার : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : যে রামের সাথে শত্রূতা করেছে সে শেষ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ও মমতা দিদির রামের নামে অরুচি হয়েছে তাই ওরাও শেষ হয়ে যাবে। এদেশের ইতিহাস ও পুরান তাই বলে। যারা রামের নাম নিচ্ছে তাদের জেলে ভরে দেওয়া হচ্ছে না। আরে শত্রুতা বিজেপির সাথে আছে, মোদির সঙ্গে আছে। রামের সাথে শত্রূতা কেন? রাম তো ভগবান। রাম নামের এই শত্রূতার জন্য দিদি ও তার দল শেষ হবে। বাংলায় বিকাশ হবে। বুধবার মাল বিধানসভা আসনে বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে এসে রাজ্যের ক্ষমতাশীন তৃনমুল কংগ্রেসকে বিঁধে এমন ভাবেই আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার সকাল ১১টা নাগাদ দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিতে হেলিকপ্টারে ক্রান্তি চেকেন্দা ভান্ডারি মাঠে আসেন। হেলিকপ্টার থেকে নেমে সোজা চেকেন্দা মন্দিরে পুজা দেন। তারপর সোজা মঞ্চে ওঠেন। মঞ্চে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শুক্রা মুন্ডা সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে স্বাগত ভাষন দেন দলীয় প্রার্থী মহেশ বাগে। এরপর যোগীজী তার স্বভাবসিদ্ধ ভাবে প্রথমে বাংলায় ভাষন শুরু করে বলেন, যে বাংলা থেকে জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, যে বাংলায় শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের মতো মানুষের জন্ম হয়েছে সেই পুন্যভুমিকে প্রনাম করছি। এরপরই হিন্দি ভাষায় ভাষন শুরু করে আগাগোড়া তৃনমুল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, উত্তর প্রদেশে গত ৪ বছরে জঙ্গল রাজের অবসান হয়েছে। ৪ লক্ষ বেকারের সরকারি চাকুরী হয়েছে। ১.৫ বেকারের বেসরকারি সংস্থায় চাকুরী হয়েছে। ৪০ লক্ষ মানুষ ঘর পেয়েছে। অথচ এই বাংলায় তৃনণমূলের গুন্ডারা লুটে খেয়েছে। দিদি কেন্দ্রীয় প্রকল্প প্রয়োগ করতে দিচ্ছে না। অন্যান্য রাজ্যে চা শ্রমিকরা ৩৫০ টাকা মজুরি পায় অথচ এই রাজ্যে ২০০ টাকাও পায় না। আগামী ২ মে এই তৃণমূলের জমানার অন্ত হবে। বাংলায় সুদিন আসবে বিজেপি সোনার বাংলা গড়বে। বিজেপি যা বলে তাই করে দেখায়। কাশ্মীরে ৩৭০ বাতিল করেছে। রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। বাংলায় এইভাবে সুদিন আসবে। ধর্মীয় আবেগ ধরে এই ভাবেই প্রায় ৪০ মিনিট ভাষনে তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ করেন। তবে এদিন যোগীজীর উপস্থিতি সত্বেও মাঠ ভরে নি। এনিয়ে প্রার্থী মহেশ বাগে বলেন, যত মানুষের উপস্থিতি ছিল তাতে আমরা সন্তুষ্ট। ১০০ শতাংশ নিশ্চিত জিতব।