জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : ময়নাগুড়ি বিধান সভার সংযুক্ত মোর্চার বামফ্রন্টের RSP প্রার্থী কম্ নরেশ চন্দ্র রায় এর সমর্থনে মিছিল বের হয়,, ভোটপাট্টি দূর্গা বাড়ি থেকে সারা মাধব ডাঙ্গা ২ অঞ্চল জুড়ে সংযুক্ত মোর্চার বর্নাঢ্য মিছিল এই ব্লকে হয়নি বলে সাধারন মানুষের অভিমত।
এরপর সন্ধ্যায় ময়নাগুড়ি রেলগেট এলাকায় সংযুক্ত মোর্চার ময়নাগুড়ি বিধান সভার বামফ্রন্টের RSP প্রার্থী কম্ নরেশ চন্দ্র রায় এর সমর্থনে একটি পথসভা হয়, বক্তব্য রাখেন বামফ্রন্টের সন্তোষ সরকার, প্রদীপ্ত দাস, নরত্বম সরকার, সুব্রত গুপ্ত,ও কংগ্রেসের সুভাষ চ্যটাজী্ , সভাপতি ছিলেন গিরেন রায়।