জলপাইগুড়ি : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন যথেষ্টই হয়েছে। জলপাইগুড়ি শহরের কদমতলার এক হোটেলে পোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত রায় একথা বলেন। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মার সমর্থনে অ্যাসোসিয়েশনের থেকে প্রচার চালানো হবে। প্রদীপ কুমার বর্মা বলেন, অ্যাসোসিয়েশনের সদস্যরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি খুবই খুশি।