জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : পড়শির কু-প্রস্তাবে সায় না দেওয়ায় প্রহৃত হলেন এক গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে দু-দুবার পথ অবরোধ করার পরেও কোনরকম সুরাহা মিলেনি। সে কারণেই বুধবার.২৭ নং জাতীয় সড়ক অবরোধ করে গ্রামের স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড় সংলগ্ন এলাকায়। এর ফলে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী।
জানা যায়, ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্মন পাড়া এলাকার এক গৃহবধূ দশমি ব্যাপারি হোলির দিন রঙ খেলতে বেড়িয়ে প্রতিবেশী দুই ব্যাক্তির হাতে প্রহৃত হয়। ওই গৃহবধূর স্বামী দীলিপ ব্যাপারি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দুই সন্তান ও শশুর শাশুড়ি সহ তিনি বাড়িতে থাকতেন। তাদের অভিযোগ, সোমবার বিকেলে হোলি খেলতে পড়ার এক বাড়িতে গেলে মানিক রায়, প্রদীপ রায় নামে দুই ব্যাক্তি ওই গৃহবধূকে কু-প্রস্তাব দেন কিন্তু তিনি রাজি না হওয়ায় বাঁশের কাঞ্চি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে আহত ওই গৃহবধূকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ময়নাগুড়ি থানায় ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত আকারে অভিযোগ করেন তিনি। কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কোনরকম তৎপরতা না মেলায় গত বুধবার পথ অবরোধ করে, এরপর সাত দিন কেটে যাওয়ার পরেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণেই স্থানীয় মহিলারা ফের পথ অবরোধ করে।
যার জেরে এদিন ময়নাগুড়ি ধুপগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় খবর লেখা পর্যন্ত অবরোধ তুলে নেয়নি অবরোধকারীরা অবরোধের ফলে যাত্রীরা সমস্যায় পড়ে। অবরোধকারীদের অভিযোগ, এর আগে পথ অবরোধের সময় আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নি। বরং প্রহৃত মহিলার পরিবার থেকে যোগাযোগ করলে তাদের হয়রানির শিকার হতে হয়েছে ময়নাগুড়ি থানা থেকে। প্রহৃতা গৃহবধূ দশমী ব্যাপারী বলেন, বারবার ময়নাগুড়ি থানায় যোগাযোগ করলে তারা আমাকে নানা রকম ব্যস্ততা দেখিয়েছে। আমাকে একদিন ময়নাগুড়ি থানায় সারাদিন বসিয়ে রেখেছে। আমি তাদের কাছে আসামির ব্যাপারে জানতে চাইলে তারা আমাকে বলেন আসামি ধরে দেওয়ার জন্য। এই কারনে আবার আমরা পথ অবরোধ করছি। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।