জলপাইগুড়ি : মালবাজার : ৮ই এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার : আচমকা বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোরের। বাড়ি মাল ব্লকের ডালিমকোট চাবাগানে। গুরুতর জখম হয়েছে অন্য এক যুবক, নাম মুন্না ইসলাম। বাড়ি মালবাজার শহরের দুই নম্বর ওয়ার্ডে।
বৃহস্পতিবার পৌনে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে মালনদীতে। জানা গেছে, নিহত ও আহত যুবক যথাক্রমে পিক আপ ভ্যানের খালাসি এবং চালক। এদিন দু’জন খাওয়াদাওয়া সেরে মালনদীতে গিয়েছিল। সেইসময় বৃষ্টি না থাকলেও হঠাৎ একটি বাজ পড়ে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। গুরুতর আহত অবস্থায় মুন্নাকে ভর্তি করা হয়েছে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে।