জলপাইগুড়ি : ৮ই এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার : সকাল থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। গ্রামের বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পাশাপাশি এলাকার চা-বাগানগুলোতে গিয়েও প্রচার করতে দেখা যায় তাঁকে।
শ্রমিকদের বিভিন্ন সুবিধে অসুবিধের কথা শোনেন তিনি। বাগানের মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এবার তৃণমূল সরকার ক্ষমতায় এলে আপনাদের সকলকে হাত খরচের জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে। বলেন, মোদী সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনও কথা রাখেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করবেন বলেছিলেন তাঁর সব প্রতিশ্রুতিই পূরণ করেছেন।