জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৮ই এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার : পথ দুর্ঘটনায় মৃত বনকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী মনোজ রায়। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়গিলা গ্রামের উৎপল সরকার(৪০) পথদুর্ঘটনায় বুধবার রাতে মারা যান। পেশায় উৎপল সরকার একজন বনকর্মী। তার পরিবারে আছেন মা, স্ত্রী এবং একটি দশ বছরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ শে মার্চ ডিউটি থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত খবর পেয়ে হাসপাতালে নিয়ে যান এবং পরিবারের সদস্যদের খবর দেন। দুর্ঘটনায় উৎপল বাবুর আঘাত গুরুতর হওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা করতে পারে নি তার পরিবার । অবশেষে গত বুধবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উৎপল সরকার।
আর এই খবর শুনতে পেয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। তবে এই ঘটনাকে পরিবার হালকা ভাবে কোনো মতেই মানতে রাজি নন। মৃতের পরিবারের দাবী, এটি নিছক দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত করা হয়েছে বলেই দাবী করেন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছেও লিখিত আকারে অভিযোগ জমা করেছেন মৃতের পরিবার। তদন্ত শুরু করেছেন ময়নাগুড়ি থানার পুলিশ।
অন্যদিকে এই খবর শোনা মাত্রই মৃত উৎপল সরকারের বাড়িতে পৌঁছে যান ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী মনোজ রায়। এদিন তিনি ব্লক নেতৃত্ব এবং আমগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে তাদের পরিবারের কাছে যান। পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস ও দেন মনোজ বাবু। মনোজ রায় বলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যাই এবং তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। আমি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছি।