মালদা : ৮ই এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার : পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে ক্ষুর চালিয়ে জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে, হবিপুর থানার জাজোল স্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত জামাই বাবুর নাম, বিফল মন্ডল (৩৮)। বাড়ি হবিবপুর থানার ভবানীপুর এলাকায়। অভিযুক্ত শ্যালকের নাম উকিল মন্ডল। জাজোল স্ট্যান্ডে তার একটি সেলুন রয়েছে।
মৃতের এক আত্মীয়র কাছ থেকে জানা গিয়েছে, বুধবার রাতে বিফল মন্ডল এর সঙ্গে পারিবারিক অশান্তি হয় তার স্ত্রীর। বৃহস্পতিবার সকালে পেশায় কৃষক বিফল মন্ডল ধান বিক্রি করতে যান জাজোল স্ট্যান্ডে। সেখানেই বচসায় জড়িয়ে পড়েন বিফল এবং উকিল। অভিযোগ সেই সময় ধারালো ক্ষুর দিয়ে অভিযুক্ত শ্যালক তাঁর উপরে হামলা চালায়। ঘটনার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। রক্তাক্ত অবস্থায় বিফল মন্ডলকে উদ্ধার করে হবিবপুর গ্রামীণ হাসপাতাল ভর্তি করে স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিফল মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। হবিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। তবে কি কারণে খুনের ঘটনা তা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ।