জলপাইগুড়ি : ধুপগুড়ি : ৮ই এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার : ৫০০০ হাজার টাকা দিয়ে এক বস্তা বীজ কিনে কোন মতে ঋণ করে লাভের আশায় বিঘা পাঁচেক আলু চাষ করেন বৎসর ৩০ শের দুই যুবক সন্তোষ রায় ও উৎপল রায়। অক্লান্ত পরিশ্রমের ফল পেতে এদিন রাতে পাইকারের সাথে ৬০ হাজার গাড়ি প্রতি দর কষে বিক্রি দেবার তাগিদে কৃষি জমি থেকে রাস্তার ধারে সারিবদ্ধ করে সাজিয়ে রাখেন গোটা ৭০ বস্তা আলু । জলে না ভেজার লক্ষে প্লাস্টিক দিয়ে ঢেকে স্বস্তির ঘুম দেন দুই কৃষক।
কিন্তু সকাল হতেই মাথায় হাত। সমস্ত আলু কেউ বা কাহারা চুরি করে নিয়ে যায় বলে জানান কৃষক। ঘটনাটি ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নং জিপির উত্তর কাটুলিয়া এলাকার। কৃষক সন্তোষ রায় জানান, সকালেই তারা জানতে পারেন সমস্ত বস্তা চুরি যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে হতবাক কৃষক সহ এলাকাবাসী। তিনি জানান, এরপর তিনি ধুপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।