জলপাইগুড়ি : মালবাজার : ১৬ই এপ্রিল ২০২১ : শুক্রবার : মালবাজার বিধান সভার বিভিন্ন বুথে পৌছে গেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে প্রত্যেক বুথে চার জন করে কেন্দীয় বাহিনী মোতায়েন থাকবে। কয়েকটি বুথে ভোট কর্মিরা পৌছে গেলেও বহু বুথে এখনো পৌছায়নি ভোট কর্মিরা। তার ওপর মালবাজার মহকুমা জুরে শুরু হয়েছে একটানা বৃষ্টি। যে সব ভোট কর্মিরা বুথে দেরি করে পৌচ্ছাবে, তাদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে বুথে। তবে পর্যাপ্ত কেন্দ্রিয় বাহিনী প্রত্যেক বুথে থাকায়, ভোট কর্মি থেকে শুরু করে ভোটারাও কিছুটা স্বস্থি পাবে।