জলপাইগুড়ি : মালবাজার : ১৬ই এপ্রিল ২০২১ : শুক্রবার : ভোটের ডিউটিতে জলপাইগুড়ির ডিসিআরসি কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি না পেয়ে শুক্রবার পথ অবরোধে সামিল হলেন সংশ্লিষ্ট ভোট কর্মীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে নাগরাকাটা বিডিও অফিসের সামনে। ওই অফিস সংলগ্ন রাস্তায় প্রায় ২৫০ থেকে ৩০০ ভোট কর্মী রাস্তা অবরোধ করার পর ক্ষোভে ফেটে পড়েন। বেশ কিছুক্ষন পর প্রশাসনের আশ্বাসে তাঁরা রাস্তা অবরোধ মুক্ত করেন। তবে সকাল ১১ টা পর্যন্ত কোন গাড়ি তাঁদেরকে নিয়ে যাওয়ার জন্য আসেনি বলে অভিযোগ।
রমেশ চন্দ্র দাস নামে এক ভোট কর্মী বলেন, সকাল সোওয়া সাতটার মধ্যে জলপাইগুড়ি ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানোর কথা। অথচ গাড়ি না থাকায় ভোর সাড়ে পাঁচটা থেকে অর্ধেক দিন এখানেই কাটিয়ে দিতে হলো। কারো কাছ থেকে কোন সদুত্তরও মেলে নি। এদিন ক্ষুব্ধ ভোট কর্মীদের সাথে কথা বলতে অবরোধ স্থলে যান নাগরাকাটার জয়েন্ট বিডিও ডেনুকা রাই। প্রশাসনের আশ্বাস পেয়ে তারা রাস্তা অবরোধ মুক্ত করেন। এখনো পর্যন্ত ভোট কর্মীরা বিডিও অফিস চত্ত্বরে গাড়ির জন্য অপেক্ষা করছেন। একটা সময় তাঁদের জন্য দুটো ছোট গাড়ি আসলেও তাতে এতো লোকের সংস্থান হবে না এমন কারন দেখিয়ে ওই গাড়িতে উঠতে অস্বীকার করেন ভোট কর্মীরা।