জলপাইগুড়ি : ২১শে এপ্রিল ২০২১ : বুধবার : করোনা নিয়ে উদ্বিগ্ন জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। সংক্রমণ রুখতে এবার পুর এলাকায় বাজারগুলি আলাদা করার চিন্তাভাবনা শুরু করল পুরসভা।
দ্রুত বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এমনটাই জানালেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চাট্যাজি। বুধবার জলপাইগুড়ি শহরে এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল। মৃতের নাম রঞ্জন মিত্র (৫৩), বাড়ি শহরের মহামায়া পাড়াতে। জানা গিয়েছে মৃত ব্যক্তি ভ্যাকসিন নিয়েছিলেন। এদিকে পুরসভার দাবী, লকডাউন নিয়ে এই মুহূর্তে কোন চিন্তাভাবনা হয়নি। তবে শহরবাসীকে সচেতন করতে উদ্যোগী হয়েছেন জেলা প্রশাসন। এদিকে শহরকে সুরক্ষিত রাখতে তিনটি গাড়ি দিয়ে চলছে শহরের রাস্তার জীবাণুমুক্তের কাজ।