জলপাইগুড়ি : ধুপগুড়ি : ২১শে এপ্রিল ২০২১ : বুধবার : ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে, ভ্যাকসিন নিতে আসা সাধারন মানুষের মধ্যে।
সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাওয়া যায়নি বলে অভিযোগ সাধারণ মানুষের। জানাযায়, ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর জানা যায়, কিন্তু লাইনে দাড়িয়ে সাধারন মানুষ প্রায় 500 জনের মত। আর তাই মাঝে মধ্যেই ভ্যাকসিন নিতে আসা মানুষদের মধ্যে লেগে যাচ্ছে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ বাহিনী। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ এবং শারীরিক দূরত্ব বজায় রাখা। কিন্তু আদৌ তা মানছে না, ভ্যাকসিন নিতে আশা সাধারন মানুষ। ভ্যাকসিন নিতে এসে কোভিড নিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষেরা।