জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে এপ্রিল ২০২১ : শনিবার : প্রতিদিন বারছে করোনা আক্রান্তের সংখ্যা মালবাজার মহকুমা জুরে। সেই সঙ্গে বারছে মৃতের সংখ্যাও। বিশেষ করে মালবাজার এবং ওদলাবাড়ি এলাকায় বারছে আক্রান্তের সংখ্যা। ওদলাবাড়ি হাসপাতালে প্রতিদিন ২০-২৫ জনে রিপোট পজেটিভ হচ্ছে।
তাই লিস রিভার চাবাগানের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় স্যানেটাইজিং এর কাজ শুরু হলো। এদিন এলেনবাড়ি পুলিশ ফাড়িতে স্যানিটাইজ করা হয়। লিস রিভার চা বাগানের ম্যানেজার জেপি বাজার এবং এল ডাব্লু অফিসার রাহুল শর্মার উদ্যোগ এই স্যানেটাইজিং কাজ শুরু হয়। এরপর মালবাজার পুলিশ থানায় চলে স্যানিটাইজ এর কাজ পুরো থানা এলাকায় শনিবার করে বাগানের কর্মিরা। মেশিনের সাহায্যে দুই জায়গায় জায়গায় স্যানেটাইজিং করা হয়। সাধারণত এলেন বাড়ি পুলিশ ফাড়ি এবং মালবাজার থানায় বহু মানুষের আনাগোনা হয়। তাই এই সব এলাকায় সংক্রামন মাত্রা বারার সম্ভাবনা থাকে। সেই কারনে এই দুই জায়গায় স্যানেটাইজিং কাজ করা হচ্ছে বলে চাবাগান কতৃপক্ষ জানায়।