মালদা : ২৪শে এপ্রিল ২০২১ : শনিবার : নির্বাচন কমিশনের নির্দেশ মতোই করোনা বিধি মেনেই নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো ইংরেজবাজার বিধানসভার অমৃতি শিবমন্দির মাঠে। শনিবার বিকালে ইংরেজবাজার কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী কৌশিক মিশ্রের সমর্থনে নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা মহম্মদ সেলিম বলেন, মোদি সরকার ক্ষমতায় থাকাকালীন পেট্রোল-ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বেড়েছে। করোনা সংক্রমনের মধ্যেও ভ্যাকসিন পাওয়া নিয়েও দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে এখন দেশজুড়ে অক্সিজেনের একটা সংকট তৈরি হয়েছে।
এদিন রাজ্যের শাসক দল তৃণমূলকেও একহাত নিয়েছেন মহম্মদ সেলিম। তিনি বলেন, এরাজ্যে উন্নয়নের কথা যতই বলা হোক না কেন তার সিকিভাগও হয় নি। সরকারী বিভিন্ন প্রকল্পে সুবিধা থেকে গ্রামীণ এলাকার মানুষেরা বঞ্চিত হয়েছেন। গরিবদের বিভিন্ন প্রকল্পে কাটমানির খেলা চলছে। এসবের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। এবারে পরিবর্তন চাইছে পশ্চিমবঙ্গের মানুষ। তাই সংযুক্ত মোর্চা এবারে রাজ্যে ভালো ফল করবে। পাশাপাশি আইএসএফ এর সম্পাদক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দুর্নীতির কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসলে বেকারত্ব দূর থেকে শুরু করে সমস্ত রকম উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিবেন।