জলপাইগুড়ি : মালবাজার : ২৭শে এপ্রিল ২০২১ : মঙ্গলবার : হনুমান জয়ন্তীর শুভ উৎসব পালিত হল ওয়াশাবাড়ী বাজার লাইনের নব নির্মিত মন্দিরে।
এই উপলক্ষ্যে মা দূর্গা, হনুমানজী ও শিবলিঙ স্থাপন করা হল ঐ মন্দিরে। এর সাথে আরম্ভ হল ২৪ ঘন্টা হরে রাম জপ। এই ব্যাপারে স্বর্গীয় রাম কুমার আগরওয়ালের ছেলে জুগল আগরওয়াল জানান, গ্রামের সুখ শান্তি কামনা করে এই মন্দির নির্মান করা হয়েছে। বাজারের বাসিন্দা বিজয় মিশ্র এই মন্দিরের দেখভাল করেছেন। এই মন্দির তৈরী করতে এক বছরের বেশী সময় লেগেছে। এদিন পুজো আর্চনা করার পাশাপাশি ভোগের ব্যবস্থাও ছিল।