জলপাইগুড়ি : মালবাজার : ১লা মে ২০২১ : শনিবার : ভোর থেকেই শুরু প্রচন্ড বৃষ্টি মালবাজার মহকুমা জুড়ে। যার ফলে মালবাজার মহকুমার ওদলাবাড়ি, বাগ্রাকোট, ডামডিম সহ বিভিন্ন বাজারে বেশির ভাগ দোকানপাঠ যেমন খুলে নি, তেমনি বাজারে সে রকম ক্রেতাদেরও দেখা নেই। এক দিকে বৃষ্টি, ঠান্ডা হাওয়া অন্য দিকে লক ডাউনের জন্য মানুষ বাজারমুখি হয় নি। আর সেই কারনে দোকানপাট বা বাজার সে ভাবে বসেনি।