জলপাইগুড়ি : মালবাজার : ১৫ই মে ২০২১ : শনিবার : এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাবাগানের ম্যানেজারের মৃত্যু হল। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চাবাগানের ঘটনা।
শনিবার শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে মারা যান ওদলাবাড়ি চাবাগানের ম্যানেজার সরভেশ ত্রিপাঠি(৫০)। আর এতেই শোকের ছায়া চা শ্রমিকদের মধ্যে। বাগানের ম্যানেজারের মৃত্যুর ঘটনায় বাগানের হাফ বেলা কাজ হবে বলে জানিয়েছেন বাগান কতৃপক্ষ। এই চাবাগানের অ্যাকাউন্ট ম্যানেজার মধুসুধন দিক্ষিত বলেন, ১৭ এপ্রিল ম্যানেজার করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি শিলিগুড়ির বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার খবর আসে তিনি মারা গেছেন। এরপর শ্রমিকেরা এবং বাগানের সমস্ত কর্মচারীরা শোকাহত হয়ে পড়ে। সেই কারনে শনিবার হাফ বেলা কাজ হবে। তিনি আবার করোনার প্রথম ভ্যাক্সিন নিয়েছিলেন, স্বাস্থ্যও ভালো ছিলো। তারপরও তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
চাবাগানের স্টাফ চন্দ্র শেখর তিরকী বলেন, ইতিমধ্যে চাবাগানে প্রতিনিয়ত স্যানেটাইজিং করা হচ্ছে। মাস্ক ছাড়া কোন শ্রমিককে কাজে আসতে মানা করা হয়েছে। সকল শ্রমিকদের করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। খুব ডিসিপ্লিন এর মধ্যে ম্যানেজার বাগানে কাজ করতেন। করোনা বিধি খুব কঠোর ভাবে মানতেন তিনি। তারপরও আমাদের ছেড়ে চলে গেলেন ম্যানেজার সাহেব। পুরো বাগান শোকাহত, বহু শ্রমিক কাজেও আসেনি। উল্লেখ্য করোনা বিধি মেনে এই চাবাগানে প্রতিদিন ৫০শতাংশ শ্রমিক কাজ করছে। যাতে শ্রমিকদের মধ্যে সংক্রামণ না ছড়ায়।
