জলপাইগুড়ি : মালবাজার : ১৫ই মে ২০২১ : শনিবার : মন্ত্রী হয়েই মাল ব্লক গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখলেন বুলুচিক বড়াই। সঙ্গে ছিলেন নাগ্রাকাটার তৃণমূল নেতা সঞ্জয় কুজুর। মালবাজার এর আগাষ্টুস কেরকাট্টা এবং যুব তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক রাসেল সরকার।
মালবাজারের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা, মন্ত্রী বুলুচিক বড়াইকে খাদা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক  শনিবার বেলা তিনটে নাগাদ ব্লক হাসপাতালে আসেন। কথা বলেন হাসপাতালের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানার সাথে। করোনা   ভাইরাসের আক্রমনে যখন প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা, সেই সময় মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্র ভাল পরিসেবা দেওয়া হচ্ছে। সেই জন্য হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সমস্ত স্বাস্থ্য কর্মিদের ধন্যবাদ দিয়েছেন মন্ত্রী।
হাসপাতালে কি কি সমস্যা রয়েছে তা বি এম ও এইচ এর কাছ থেকে শুনেন মন্ত্রী। এরপর হাসপাতালের সমস্ত জায়গা ঘুরে দেখেন। কোথায় করোনা পরীক্ষা হচ্ছে৷ কোথায় ভ্যাক্সিন দেওয়ার কাজ চলছে সব ক্ষতিয়ে দেখেন তিনি। মন্ত্রী বলেন, এই সময় আমাদের প্রধান কাজ হবে করোনাকে নির্মুল করা। সেইজন্য প্রতিনিয়ত আমি ছুটে বেরাচ্ছি। কথা বলছি চিকিৎসক এবং আধিকারিকদের সাথে। এই সময় আমাদের সবার কাজ হবে করোনা নিয়ম বিধি মেনে চলা। তিনি বলেন, শনিবার বিকেল পাচ টা নাগাদ মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তিন ব্লকের বি এম ও এইচ এবং সুপার কে নিয়ে বৈঠক হবে।

আগামীকাল থেকে সম্পূর্ণ লক ডাউন। তাই করোনা ভাইরাসের হাত থেকে কি ভাবে মানুষদের সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। লক ডাউনের সময় সাধারন মানুষ কি ভাবে স্বাস্থ্য পরিসেবা পাবে সে নিও আলোচনা হবে।

