জলপাইগুড়ি : মালবাজার : ১৫ই মে ২০২১ : শনিবার : এই প্রথম মাল ব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে করোনা পজেটিভ গর্ভবতী মহিলার ডেলিবাড়ি হলো। ওই করোনা গর্ভবর্তী মহিলা ছেলে সন্তানের জন্ম দেন এই হাসপাতালে।

মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা বলেন, শনিবার সকালে মাল ব্লকের ধলাবাড়ি এলাকার এক মহিলাকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে নিয়ে আসে বাড়ির লোকজন। হাসপাতালে করোনা পরীক্ষা করার পর, রিপোর্ট পজেটিভ আসে। মহিলাকে অন্যত্র স্থানান্তরিত করার কোন উপায় না থাকায়, হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ওই মহিলার ডেলিভারি করা হয়। মহিলা পুত্র সন্তানের জন্ম দেয়। মহিলা এবং সন্তানকে হাসপাতালেই তিন ঘন্টা অবজার্ভেশনে রাখা হয়। যেহেতু মহিলা করোনা পজেটিভ, তাই মহিলা এবং তার সন্তান কে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে রেফার করা হয়। এরপর ডেলিভারি রুমসহ হাসপাতাল সমস্ত কিছু স্যানেটাইজিং করা হয়। জানা গেছে, পদ্মশ্রী বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের আত্মীয়া এই গৃহবধূ।

