জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ই মে ২০২১ : শনিবার : ময়নাগুড়ি পেটকাটি এলাকার একটি গরীব পরিবারের মেয়ে মিষ্টু সরকার। ফ্রেন্ডস ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে ময়নাগুড়ি র পাশ্ববর্তী এলাকায় ঘুরে ঘুরে গান করে মানুষের মধ্যে করোনা সচেতনতা বাড়াতে রাস্তায় নামলো।
শুক্রবার ময়নাগুড়ি জুড়ে করোনার সচেতনতার প্রচার চালায় ফ্রেন্ডস ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি সুব্রত মন্ডল জানায়, এই কঠিন পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা খুবই জরুরি। তা না হলে এই বিশ্বে বিশাল মহামারীর আঁকার ধারন করবে এই ভাইরাস। এছাড়াও সকল সদস্যদের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয় সকলে মাক্স পরুন, দুরত্ব বজায় রাখুন, সেনিটাইজার ব্যবহার করুন।
