জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ই মে ২০২১ : শনিবার : ময়নাগুড়ি সপ্তাহের ৭ দিনই একই অবস্থা ময়নাগুড়ি, বাধ্য হয়ে পুলিশ প্রশাসন এবং ব্যাবসায়ী সমিতি , কঠোর ব্যবস্থা নিতে চলছে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে তবুও হুশ নেই বেশ কিছু ময়নাগুড়িবাসীর মধ্যে। এদিন হাটে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হলো পুলিশ প্রশাসনকে দোকান বন্ধ করতে। সরকারের দেওয়া নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরেও ময়নাগুড়ি হাটে দোকান খোলা ছিল।
এদিন সেই খবর পেয়ে সকালে ময়নাগুড়ি থানা আইসি ভূষণ ছেত্রী এবং বিডিও ময়নাগুড়ি হাটে এসে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে যান। সেই সাথে সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে জানান। প্রশাসন চলে যাওয়ার পর ফের ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে। পরবর্তীতে ময়নাগুড়ি থানা আরও একাধিক মাইকযোগে ময়নাগুড়ি হাটে প্রবেশ করেন। তিনি বিভিন্ন দোকানে দৌড়ঝাঁপ করে ব্যবসা বন্ধ করতে বলেন। অপরদিকে এদের হাটে অনেক কাউকে দেখা গিয়েছে মাস্কনা পড়ে রয়েছে। পুলিশ এবার থেকে কঠোর হবে বলে জানিয়েছে। এদিন ময়নাগুড়ি হাট ছাড়াও ময়নাগুড়ি বিভিন্ন বাজার এলাকায় টহল দেন ও জরুরী পরিষেবা ব্যতীত সপ্তাহের সাত দিনই একই চলবে একথা জানান।

