জলপাইগুড়ি : মালবাজার : ১৫ই মে ২০২১ : শনিবার : ক্রান্তি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে যোগেশ চন্দ্র চা বাগানের শ্রমিকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার এবং ভিটামিন সি ট্যাবলেট বিতরণ করা হয়।
সঙ্গে থার্মাল গান দিয়ে তাপমাত্রা এবং অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেবেল ও পাল্স পরিমাপ করা হয়। ক্রান্তি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পিছিয়ে পড়া এলাকা এবং বিভিন্ন চা বাগানে এই ধরনের কর্মসূচী গ্রহণ করবেন যাতে ঐ দুস্থ মানুষ গুলির একটু উপকারে আসা যায়। আজ প্রায় ৪০০ শ্রমিকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার এবং ভিটামিন সি ট্যাবলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, যোগেন সরকার, সম্পাদক ক্রান্তি ওয়েলফেয়ার অর্গানাইজেশন; দ্বীপ বিশ্বাস, কালচারাল সেক্রেটারী;  অর্জুন সরকার সহকারী সেক্রেটারী; ইমন আলি, ভাইস প্রেসিডেন্ট;  তনুশ্রী রায়, সদস্য; শ্রেষ্ঠা বিশ্বাস,সদস্য; জুই সরকার,সদস্য।
