শিলিগুড়ি : ১৬ই মে ২০২১ : রবিবার : লক ডাউনের প্রথম দিনই কড়া হাতে রাস্তায় নামলো প্রশাসন। লক ডাউন মোকাবিলা করতে লাঠি হাতে পথে নামলো শিলিগুড়ি পুলিশ প্রশাসন।

সরকারি নির্দেশ না মানায় বেশ কয়েকজন ব্যাবসায়ীকে আটক করলো পুলিশ। চম্পাসারি বাজার থেকে গ্রেফতার মাংস বিক্রেতা। শহরের বিভিন্ন এলাকায় চলে পুলিশের নজরদারি। অহেতুক ঘোরাঘুরি করতে দেখলেই বাড়ি পাঠিয়ে দেয়, সেই সঙ্গে জানিয়ে দেয় আগামীতে আরও করা পদক্ষেপ নিতে বাধ্য হবে পুলিশ।

