জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৬ই মে ২০২১ : রবিবার : গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবি সংস্থার ময়নাগুড়ি টীম ময়নাগুড়ি আবদুল মোড়, সিঙ্গিমারি মোড়, লক্ষ্মীর হাট, বোলবাড়ি এলাকায় মাইকিং করে করোনা সচেতনতা প্রচার মাস্ক বিতরণ ও দোকানে দোকানে সচেতনতা পোস্টার লাগানোর মাধ্যমে করোনা সচেতনতা প্রচার করেছে এবং এর পাশপাশি এইভাবে তাদের কাজ অব্যহত থাকবে বলে জানিয়েছেন গ্রীন জলপাইগুড়ির ময়নাগুড়ি শাখার সভাপতি ডোরা চক্রবর্তী।

