জলপাইগুড়ি : মালবাজার : ১৬ই মে ২০২১ : রবিবার : সকাল থেকে শুরু হয়েছে লকডাউন। মালবাজার মহকুমা জুড়ে লক ডাউনে ভাল সারা পাওয়া যাচ্ছে। যে ভাবে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
তাই মানুষ এই লক ডাউন কে ভাল ভাবেই মেনে নিয়েছে। জরুরি পরিসেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ মালবাজার মহকুমায়। ভয়ে মানুষ রাস্তায় নামেনি। মালবাজার মহকুমার বিভিন্ন জায়গায় সপ্তাহিক হাট কিন্তু লক ডাউনের কারনে সব বন্ধ হয়ে গেছে। চা বাগানগুলিতে ৫০ শতাংশ শ্রমিক দিয়ে কাজ হচ্ছে। গাড়িঘোড়া, দোকানপাট সকাল থেকেই বন্ধ রয়েছে।
