দক্ষিন দিনাজপুর : বালুরঘাট : ১৬ই মে ২০২১ : রবিবার : করোনায় মারা গেলে মরদেহ বালুরঘাট খিদিরপুর শ্মশানেই পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু সেখানকার মানুষকে সচেতন না করতে পারায় তাতে পড়ল বাধা।
স্থানীয়দের আপত্তির জেরে কোভিডে মারা যাওয়া রোগীদের দেহ দাহ করতে দেওয়া হচ্ছে না বলেই প্রশাসনের কর্তারা জানাচ্ছেন। এদিনও করোনা আক্রান্তের দেহ নিয়ে ফিরতে হয়েছে স্থানীয়দের বাধায়। পরে প্রশাসনের কর্তারা এসে কথা বলেও সমস্যা মেটেনি। বালুরঘাট পুরসভা এলাকায় ওই শ্মশানেই একমাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে।